বুধবার ৫ মার্চ ২০২৫ - ১৬:৪৭
কুরআনের আলো: ৪র্থ পারার কতিপয় শিক্ষা

পবিত্র কুরআনের ৪র্থ পারায় আল্লাহর রাস্তায় উত্তম দান-সদকা দান, হজ পালন, সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ, ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব ইত্যাদি আলোকপাত করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: কুরআনের নাযিলের মাস রমজানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে আমরা ধারাবাহিকভাবে কুরআনের ৩০ পারার শিক্ষা তুলে ধরছি:

১. নেককার হতে হলে পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।

২. যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করা অপরিহার্য কর্তব্য।

৩. যে ব্যক্তি ইহুদী-নাসারাদের আনুগত্য করবে তারা তাকে কাফের বানিয়ে ছাড়বে।

৪. সকল অনৈক্য পরিহার করে ঐক্যের পতাকাতলে সমবেত হতে হবে।

৫. সমাজের একদল লোককে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব পালন করতে হবে।

৬. যে ব্যক্তি ধৈর্য এবং তাকওয়া অবলম্বন করবে কেউ ষড়যন্ত্র করে তার কোন ক্ষতি করতে পারবে না।

৭. একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে।

৮. রহমত লাভ করতে হলে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করতে হবে।
৯. মুত্তাকীদের কতিপয় বৈশিষ্ট্য হলো: (১) তারা স্বচ্ছল অবস্থায় এবং অভাবের সময় দান করে, (২) রাগ সংবরণ করে এবং (৩) মানুষকে ক্ষমা করে।

১০. কোন গুনাহ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে।

১১. নেতা যদি রাগী ও কঠিন হৃদয়ের হয় তাহলে জনগণ তার কাছ থেকে সরে পড়বে।

১২. নেতার কর্তব্য হলো; মানুষের ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তাদের জন্য মাগফেরাত কামনা করা এবং তাদের সাথে পরামর্শ করা।

১৩. আল্লাহ কাউকে সাহায্য করলে কেউ তার উপর বিজয়ী হতে পারবে না।

১৪. একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়পরায়ণতা বজায় রাখতে না পারলে এক স্ত্রীই যথেষ্ট।

১৫. যারা অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করবে তারা আগুন দিয়ে নিজের পেট পূর্ণ করবে।

১৬. যারা অজ্ঞতাবশত গুনাহের কাজ করে শুধুমাত্র তাদের তওবা আল্লাহ কবুল করবেন।

১৭. যেসব মহিলাকে বিবাহ করা হারাম; মাতা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমাতা, দুধ বোন,

১৫. শাশুড়ি, স্ত্রীর আগের স্বামীর মেয়ে, পুত্রবধূ, দুই বোনকে একসাথে বিয়ে করা এবং যে মহিলার স্বামী আছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে গৃহীত।
 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha